নড়াইলে দুই গ্রুপের হামলায় দুই গ্রামের ২০ বাড়ি ভাঙচুর এলাকায় পুলিশ মোতায়েন

0
328

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে আমাদা গ্রামের কাশেম আলী খানের গ্রুপের লোকজন রামদা, দা, ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ খানের পক্ষের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। হামলাকালীরা আমাদা গ্রামের ফেদু মল্লিক, জুলাই মল্লিক, আলা মল্লিক, বীরু মল্লিক, বিষু মল্লিক, আব্দুল হামিদ মল্লিক ও কামালপ্রতাপ গ্রামের নাজমুল মল্লিক, শরিফুল মল্লিক, মাজহারুল ইসলাম, রশিদ মল্লিক, ইদ্রিস মল্লিক, মন্টু মল্লিক, তারিকুল মল্লিক, মুস্তাক মল্লিকসহ অন্তত ২০টি বাড়ি ভাঙচুর করে। নড়াইলে প্রতিপক্ষের হামলায় দুই গ্রামের ২০ বাড়ি ক্ষতিগ্রস্ত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের আমাদা ও কামাল প্রতাপ গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসময় ওইসব পরিবারের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়। জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে আমাদা গ্রামের কাশেম আলী খানের গ্রুপের লোকজন রামদা, দা, ঢাল সড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি নিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ খানের পক্ষের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। হামলাকালীরা আমাদা গ্রামের ফেদু মল্লিক, জুলাই মল্লিক, আলা মল্লিক, বীরু মল্লিক, বিষু মল্লিক, আব্দুল হামিদ মল্লিক ও কামালপ্রতাপ গ্রামের নাজমুল মল্লিক, শরিফুল মল্লিক, মাজহারুল ইসলাম, রশিদ মল্লিক, ইদ্রিস মল্লিক, মন্টু মল্লিক, তারিকুল মল্লিক, মুস্তাক মল্লিকসহ অন্তত ২০টি বাড়ি ভাঙচুর করে। এসময় বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানান। এর আগেও কয়েকদফা বাড়িঘর ভাঙচুরের ঘটনায় থানায় কয়েকটি মামলা রয়েছে। নড়াইল সদর থানার ওসি মো. আনোয়ার হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, আমাদা গ্রামের কাশেম আলী খা ও আলী আহম্মেদ খান গ্রুপের মধ্যে সামাজিক দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে জানান। #### ছবি সংযুক্ত

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে মাদকসেবী গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ আজ: মঙ্গলবার ৩-এ্রপিল )-২৭৪ মোবা: ০১৬৭৭৪২১১২৫:
নড়াইলে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হাসান সিকদার (২৮)। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় ওই মাদকসেবীর কাছ থেকে গাঁজা ও সেবনের সরঞ্জাম পাওয়া যায়। গ্রেফতারের পর তাকে সোমবার (২ এপ্রিল) ৭টার দিকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক মোঃ আজিম উদ্দিন ওই মাদকসেবীকে জরিমানা হিসেবে অর্থদ- প্রদান করে। ### ছবি সংযুক্ত

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ আজ: ৩-এ্রপিল )-২৭৪ মোবা: ০১৬৭৭৪২১১২৫:
নড়াইলে একটি মিথ্যা মামলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর নাম মোঃ আব্দুল কাদের (১৭)। সে নড়াইলের হেচলাগাতি গ্রামের মোঃ মশিয়ার রহমান শেখের পুত্র এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়াও ওই মামলায় হেচলাগাতি গ্রামের মুন্তাজ শেখের ছেলে মোশারফ শেখ (৩৮) ও আইয়ুব আলীর ছেলে সায়রুল ইসলাম (৪৮) কেও অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অভিযুক্ত মোশারফ শেখ সম্পর্কে এইচএসসি পরীক্ষার্থী কাদেরের চাচা ও সায়রুল ইসলাম ফুপা হয়। জানা গেছে, গত রবিবার (২৫ মার্চ) নড়াইলের লাহুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান সরকারি গাছ কর্তনের অভিযোগ এনে উল্লিখিত তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলার বিবরণে জানা যায়, গত ২৪/০২/২০১৮ ইং তারিখ সকাল সাড়ে ৭টায় লোহাগড়া উপজেলাধীন কল্যাণপুর স্কুল হতে হেচলাগাতি সড়কে সরকারিভাবে রোপনকৃত আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের ২টি শিশু গাছ আসামিরা চুরি করার উদ্দেশ্যে আট খন্ডে বিভক্ত করে ফেলে। এরই ধারাবাহিকতায় উল্লিখিত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মামলাটি দায়ের করেছেন। কিন্তু উক্ত সরকারি গাছ কর্তনের পেছনে অভিযুক্তদের কোনো সম্পৃক্ততা নেই বলে মিথ্যা মামলার শিকার এ সকল ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে এ মামলাটি করা হয়েছে। বিগত ০৯/০২/২০১৮ ইং তারিখে এই মামলার স্বাক্ষীরা এইচএসসি পরীক্ষার্থী কাদেরের পিতা মোঃ মশিয়ার শেখের উপর আক্রমণ করে তাকে কুপিয়ে আহত করে। এ কারণে থানায় একটি হত্যাচেষ্টা মামলাও দায়ের হয়। এরই সূত্র ধরে উক্ত মামলা হতে অব্যাহতি পাওয়ার লক্ষে ওই মামলার আসামিরা লাহুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানের সাথে যোগসাজশে এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন। এদিকে এ সকল অভিযোগ অস্বীকার করে লাহুড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান মুঠোফোনে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে জানান, আমি সরকারি গাছ কর্তনের ঘটনাটি সরেজমিনে তদন্ত করে আসামিদের সম্পৃক্ততা পেয়েছি। এর ফলে আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি। এছাড়াও তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে মামলাটি করেননি বলেও নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাকে জানান। ####

নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোদী সচেতনতামূলক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ আজ: ৩-এ্রপিল )-২৭৪ মোবা: ০১৬৭৭৪২১১২৫:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, নড়াইল কর্তৃক নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষাঙ্গন কর্মসূচির আওতায় গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ঈদ্রিস আহম্মদ-এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রমের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মাদকদ্রব্য সম্পর্কে মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভে ছাত্রদের মতামত ও পরামর্শ গ্রহণ করে আলোচনা শুরু হয়। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সানজিদ হোসেন পরাগ ও আশিক তাদের মতামত ব্যক্ত করে বলেছে, তারা পরিবারে বাবামায়ের কাছে মন খুলে গল্প করার সময় পায়না, শুধু পড়া আর পড়া এরকম চাপে তারা দিশেহারা। মাঝে মাঝে নিজেদের খুব একা লাগে। বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ ইদ্রিস আহম্মদ, বলেন, আমাদের উঠতি বয়সের ছেলেদের মধ্যে দিনে দিনে মাদকের প্রতি আসক্তি বাড়ছে। কারণ, পরিবারে আনন্দঘন পরিবেশ নাই। বিনোদনের ব্যবস্থা কমে যাচ্ছে। খেলাধুলার পরিবেশ নেই। বাবা-মা সবসময় ব্যস্ত থাকেন। মন খুলে তারা অনেক সময় তাদের সুখদুঃখের কথাও বলতে পারি না। মনের ভেতর এক ধরণের হাহাকার কাজ করে। এ কারণে অনেকসময়ই বিচারবিবেচনা ছাড়াই তারা যাকে কাছে পায় তাকেই বন্ধু ভেবে মিশতে শুরু করে। তাই প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের পরিবার থেকেই ব্যবস্থা নেয়া দরকার, বিদ্যালয়ে পড়ালেখার সাথে সাথে খেলাধুলা ও প্রতিযোগিতামূলক সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকা- অব্যাহত দরকার। জেলা কার্যালয়ের পরিদর্শক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক জনাব বিদ্যুৎ বিহারী নাখ, সহকারী উপপরিদর্শক জনাব গোলাম মোস্তফা, সিপাই দীপঙ্কর মন্ডল ও মহিবুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ,একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক জনাব বিদ্যুৎ বিহারী নাখ, বলেন, মাদকদ্রব্য গ্রহণের ফলে মানুষ অস্বাভাবিক আচরণ করে, খিটখিটে মেজাজ, আক্রমনাত্মক মানসিকতা সম্পন্ন হয়। সে কারণে মাদকসেবনকারীকে সাধারণ মানুষ ভালোবাসতে পারে না। এছাড়াও মাদক সেবন করতে শুরু করলে অকারণে মিথ্যা বলা, বানিয়ে গল্প বলা, অমনযোগী ও ছটফটে প্রবণতা দেখা যায়। ছাত্রছাত্রীরা পড়া মনে রাখতে পারেনা। সুতরাং মাদক সেবন ছাত্রছাত্রী বা উঠতি বয়সের ছেলে মেয়েদের ভবিষ্যত পুরোটাই ধ্বংস করে দেয়। আর মাদকের দরোজা হলো সিগারেট। সিগারেটের মাধ্যমেই অপরাপর মাদকদ্রব্য গ্রহণের দরোজা খোলে। সুতরাং পরিবারে, সমাজে এবং বিদ্যালয়ে সকলের আদর পেতে চাইলে সিগারেট এবং সকল প্রকার মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। সৃষ্টিকর্তা সকল ধর্মেই মাদকদ্রব্য নিষিদ্ধ, হারাম করেছেন। সুতরাং, কোনো অবস্থাতেই মাদকদ্রব্য সেবন তো দূরের কথা, মাদক সেবনকারীকেও কাছে ঘেসতে দিওনা। বড় হতে চাইলে মাদক থেকে শতো হাত দূরে থাকো। অতঃপর সকল ছাত্রছাত্রীকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয় এবং শুভেচ্ছা স্মারক হিসেবে বিদ্যালয়ের শিক্ষকের হাতে মাদকদ্রব্যের ক্ষতি বিষয়ক বাধাই পোস্টার ও মাদকবিরোধী শ্লোগান সম্বলিত মগ তুলে দেয়া হয় এবং ছাত্রদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিলি করা হয়। মাদকবিরোধী শ্লোগান সম্বলিত মগ তুলে দেয়া হয়। শেষে, জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব বিদ্যুৎ বিহারী নাথ ছাত্রীদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন। ### ছবি সংযুক্ত

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার-১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল হোসেন (২০)। জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আমিনুজ্জামানের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হাসান, এএসআই কামরুল, কনস্টেবল আজাদ হুসাইন, ওবায়দুর রহমান ও জব্বার হোসেন অভিযান চালিয়ে তাকে চাঁচুড়ী পুরুলিয়া স্কুল সংলগ্ন মেহগনি বাগান এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে ২৮ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমের সদস্যরা। এ প্রসঙ্গে নড়াইলে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিহাদ ঘোষণাই পুলিশের কাজ। কাজেই এ সকল অপকর্মের সাথে যারাই জড়িত থাকুক না কেন, কেউই ছাড় পাবে না। ###

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here