হজ ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই

0
328

খবর৭১: চলতি বছর হজ গমনেচ্ছুদের ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই থেকে। আর এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনকালে এ তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সচিবালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদের মধ্যে পঙ্গু হাসপাতালের চিকিৎসক শাহ জওয়াহেদ জাহান কবিরের হাতে মূল নিবন্ধনপত্র তুলে দেন মন্ত্রী।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। তবে পরে আরও সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, এবার ৭৭৪টি হজ এজেন্সি হজ পরিচালনার সুযোগ পাবে। ২০১৭ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সিগুলোর মধ্যে অনিয়মের অভিযোগে ১৯৩টির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here