নিয়োগ বানিজ্যের হোতা ইবির সেই শিক্ষকের বিরুদ্ধে চেক জালিয়াতির তদন্ত কমিটি গঠন

0
365

 

ইবি প্রতিনিধি:
নিয়োগ বানিজ্যের অডিও ফাঁসের দায়ে শাস্তি প্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমিনের বিরুদ্ধে এবার চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ড. এস এম মোস্তফা কামালকে আহবায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির অন্য সদ্যসরা হলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহদাৎ হোসেন আজাদ। যাচাইবাছাই শেষে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নিয়োগ বানিজ্যের অডিও ফাঁসের দায়ে শাস্তি, চাকরি দেয়ার কথা বলে ১৫ লাখ টাকা আত্মসাৎ পরে ভুয়া চেক প্রদান, বিভাগের অর্থ আত্মসাৎ ও কম্পিউটার লুট, যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন ছলচতুরির কারনে বিভিন্ন সময়ে দেশের সকল জাতীয় দৈনিকে সংবাদ শিরোনাম হয়ে রুহুল আমিন টক অব দ্যা কান্ট্রিতে পরিনত হয়।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here