জগন্নাথপুরে দু-পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত-৪০

0
467

মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামে শনিবার সকাল ৯টায় পূর্ব বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ দেশীয় অস্ত্রের আঘাতে ৪০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মৃত আহমদ উল্ল্যার পুত্র সুবরাজ আলী (৫৫), মৃত আব্দুল গফুরের পুত্র আব্দুল মতলিব (৪৫), মৃত ইয়াকুব উল্ল্যার পুত্র জমশেদ আলী (৬০), মৃত আরব আলীর পুত্র আরজদ আলী (৩৮), তার ভাই মখজ্জুল আলী (৩৫), আব্দুল মুক্তারের পুত্র মিফতাউল ইসলাম (২২), মৃত উস্তার আলীর পুত্র হান্নান মিয়া (৪৮), জমশেদ আলীর পুত্র আক্তার হোসেন (২৫), ইয়াকুব উল্ল্যার পুত্র ইউনুছ মিয়া (৬২), আব্দুল জব্বারের পুত্র সিরাজুল ইসলাম (৪৫), তার ভাই কাজল মিয়া (৩০), আব্দুল আজিদের পুত্র নোয়াব আলী (৪৫), আব্দুল বাদশা’র পুত্র রাজিব হোসেন (৩০), বাটুল মিয়ার পুত্র আনছার মিয়া (৩২), মৃত আশিক আলীর পুত্র রুমন মিয়া (২২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষে সুলফির আঘাতে মুক্তার আলীর পক্ষের সুবরাজ আলী (৫০) বাম চোঁখ উপড়ে গেছে। এছাড়াও গুলিবিদ্ধ আব্দুল মতলিব, জমশেদ আলী, আরজদ আলী ও মিফতাউল ইসলামের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানাগেছে। সংঘর্ষের সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ আব্দুন নূর (৬৫), ফয়জুর রহমান (৫৫), রিপন মিয়া (৩৩) ও এমরান আলী (১৭) কে গ্রেফতার করেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, আধূয়া গ্রামের ফয়জুর রহমানের নিজস্ব রাস্তা দিয়ে একই গ্রামের মুক্তার আলী ও তার লোকজন মাঠে গরু চড়ানোর জন্য গরু নিয়া হাওরে যেতে চাইলে ফয়জুর রহমান বাধা দেন। এনিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ১০রাউন্ড গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আশ-পাশ এলাকার লোকজনদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। মুক্তার আলী অভিযোগ করেছেন প্রতিপক্ষ ফয়জুর রহমানের লোকজন অবৈধ বন্দুক দিয়ে তার পক্ষের ৪জনকে গুলি করে এবং রামদা, সুলফি দিয়ে আঘাত করে লোকজনদের জখম করে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here