মিরসরাইয়ে ৩৫ কেজি জাটকা উদ্ধার

0
377

রেদোয়ান জনি,মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে বিক্রি করতে আনা জাটকা সংরক্ষণ আইনে নিষিদ্ধ ৩৫ কেজি জাটকাসহ মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার (৮ নভেম্বর) জোরারগঞ্জ মাছ বাজারে নিয়মিত বাজার মনিটরিং করতে গিয়ে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বাজারে খুচরা বিক্রির জন্য আনা এই জাটকা ইলিশগুলো জব্দ করেন। পরে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উদ্ধারকৃত মাছগুলো তেমুহানী মোহাম্মদীয়া আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেন। এসময় মাছ ব্যবসাীয়কে ২ হাজার টাকা জরিমানা আদায় করে মুছলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী চলতি মাসের ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন ২০১৮ পর্যন্ত ১০ ইঞ্চি থেকে ছোট জাটকা (ইলিশ) ধরা, বিক্রি করা, পরিবহণ করা, মজুত করা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে বাজারে জাটকা মাছ পাওয়ায় তা জব্দ এবং মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here