রমজানে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

0
18

রাজধানীতে রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এ বিষয়ে পেট্রোবাংলাকে চিঠিও দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চিঠিতে উল্লেখিত সময়সূচির মধ্যে ঢাকা শহরের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মাদ রুবায়েত খানের সই করা চিঠিতে বলা হয়, রমজান মাসে বেলা আড়াইটা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here