স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মানিক মিয়া হলে ছায়া আবৃত্তি প্রকাশনীর উদ্যোগে জামাল উদ্দিন জামালের লেখা সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে। তাদের প্রতি সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ। আর যারা আহত হয়েছে তাদের জন্য সুস্থ চিকিৎসা ব্যবস্থা করার দাবি জানাই। ২০২৪ এ যে গণঅভ্যুত্থান হয়েছে এটাই এদেশে প্রথম গণঅভ্যুত্থান না। ৯০ এর গণঅভ্যুত্থানের পরে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এখন কোথায় যেন বারবার আটকে যাচ্ছে। বুঝতে পারছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারেনা, যত সময় অতিবাহিত হবে তত ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ এদেশের মানুষ গত তিন ট্রাম ভোট দিতে পারে নাই। আমরা এখনো দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরে দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটতো।
তিনি বলেন, সরকার বলেছে এই বছরের মধ্যেই যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই উদ্যোগ গ্রহণ করবে। এটা যদি কথার কথা না হয়। তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখা হয়, যেমন- ৭২ থেকে ৭৫ সালের আগে গণতন্ত্র ও স্বাধীনতার কথা বলেছিল কিন্তু ক্ষমতায় এসে সেগুলো রাখেনি। গত ১৫/১৬ বছর শেখ হাসিনা আমল দেখেছি। এরকম যদি হয়। স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।
সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে। সবার সাথে আলোচনা করে। নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে।
সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, সংকট এখনো কাটেনি। সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের শত্রু আছে। পার্শ্ববর্তী দেশ হোক আর অন্য কেউ হোক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন, ছাত্ররা যদি বই হাতে না নেয়। শুধু পাঠ্যবই না। অন্যান্য বইও ছাত্রদের পড়তে হবে তাহলে একটি জাতি উন্নতির শিখরে পৌঁছাবে। সবায় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা।