২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন : ফরিদা আখতার

0
31

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো একমত হলে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।’

আজ রবিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রমসংশ্লিষ্ট সুফল ভোগীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের আইন-শৃঙ্খলা বিষয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘আন্দোলনের পর দেশে একটা পরিবর্তন এসেছে। কিন্তু সব কিছু তো পরিবর্তন হয়নি।

আগে যারা ক্ষমতায় ছিল তারা অনেকেই এখন সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এটার কারণেই দেশে নানা রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে। যেসব ঘটনা ঘটছে এটা সাময়িক, দীর্ঘস্থায়ী হতে পারে না। এখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক সক্রিয় ভূমিকা রাখছে।

আমরা দেশকে সংস্কার করে, দেশের যেগুলো ক্ষতি হয়েছে, সেগুলো ঠিক করে যাতে নির্বাচন দিয়ে যেতে পারি সেই পরিস্থিতিই আমরা তৈরি করতে চাই। যারা ঘোলাটে পরিস্থিতি তৈরি করছে, তারা রাজনৈতিকভাবে ক্ষতি করছে। এখানে উসকানিমূলক কিছু ব্যাপার থাকায় ঘটনাগুলিও ঘটছে।’

তরুণ সমাজের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘হাজার হাজার তরুণ এখনো হাসপাতালে পড়ে আছে।তাদের প্রতি শ্রদ্ধা জানানোটাই যথেষ্ট নয়। তাদের কথা সারাক্ষণই আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এ কথাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। এই তরুণদের সম্পর্কে নিয়ে নানা পরিকল্পনা যুব মন্ত্রণালয় করতে পারে, সমাজকল্যাণ থেকে করতে পারে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকেও করতে পারি। তরুণদের নিয়ে যেসব প্রকল্প করতে পারি সেগুলো আমরা বেশি আগ্রহের সঙ্গে দেখব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৎস্য উপদেষ্টা বলেন, ‘হাওরের পাখি শিকার করে যারা আনন্দ পান, তাদের এই কাজ থেকে বিরত থাকতে হবে। এটা একটা নির্মম এবং অমানবিক কাজ। এই কাজটা করা ঠিক হবে না। এটি দেশের জন্য ক্ষতি, প্রাণ-প্রকৃতির জন্য ক্ষতিকর। এ জন্য দেশের প্রচলিত আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই।’

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবীর, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো.আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনসহ স্থানীয় উপকারভোগীরা। এর আগে মৎস্য উপদেষ্টা বাইক্কা বিলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও সেখানে ফলদ বৃক্ষরোপণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here