ঢাবির শামসুন্নাহার হলের ছাত্রলীগের ঊর্মি গ্রেফতার

0
21

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী শাহবাগ থানায় রুজুকৃত এজাহারনামীয় আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঊর্মির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here