সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

0
35

রাজধানীর আশুলিয়া থানার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের ছেলে শাফি মোদাচ্ছের খাঁন জ্যোতিকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গ্রেফতার করা হয় শাফিকে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদি হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এজাহারের ৪ নম্বর আসামি হলেন শাফি।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here