টিউলিপ সিদ্দিকের বিষয়ে তদন্তের আহ্বান

0
39

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রের মালিকানাধীন ২ মিলিয়ন পাউন্ডের বাড়িতে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের থাকার ব্যবস্থা নিয়ে  ‘দ্য মেইল অন সানডে’ প্রশ্ন উত্থাপন করার পর সংসদীয়  স্ট্যান্ডার্ড কমিশনারকে এ বিষয়ে তদন্ত খোলার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। গত সপ্তাহে দ্য মেইল প্রকাশ করে যে, লেবার মন্ত্রী টিউলিপ উত্তর লন্ডনে তার মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে দুই বছর আগে কোটিপতি ব্যবসায়ী আব্দুল করিমের মালিকানাধীন কয়েক মাইল দূরে একটি পাঁচ বেডরুমের বাড়িতে এসে থাকতে শুরু করেন। বাড়িটির মূল্য ২ মিলিয়ন পাউন্ড। করিম হলেন টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী  শেখ হাসিনার মিত্র। সেই মিত্রর মালিকানাধীন ২ মিলিয়ন পাউন্ডের বাড়িতে টিউলিপ সিদ্দিক ভাড়া থাকছেন বলে জানিয়েছিলেন।  কিন্তু করিমকে কত ভাড়া দিচ্ছেন তা বলতে রাজি হননি টিউলিপ। এরপরই সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনারকে এনিয়ে তদন্ত খোলার আহবান জানানো হয়। লেবার সূত্র জানিয়েছে, টিউলিপ  নিরাপত্তা উদ্বেগের কারণে তার ফ্ল্যাট থেকে সরে গেছেন  এবং বাজারের মাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাড়া পরিশোধ করছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here