জলদস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকসহ মুক্তি পেল এমভি আবদুল্লাহ

0
14

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার একমাস পর এমভি আবদুল্লাহ ২৩ নাবিকসহ মুক্তি পেয়েছে। জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সব নাবিক মুক্ত হয়েছেন। রোববার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় কেএসআরএমের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে দস্যুরা। পরে জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। সেখানে এতদিন ধরে নোঙর করা ছিল জাহাজটি। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজটি জিম্মি করার ৯দিনের মাথায় দস্যুদের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। যদিও মুক্তিপণের বিষয়ে এতদিন মালিকপক্ষ কিছুই জানায়নি। তবে ঈদের দিন সব নাবিককে হাসিমুখে ছবি তুলতে দেখে অনেকেই ধারণা করেছিলেন সমাঝোতা হয়তো শেষ পর্যায়ে। এখন নাবিকেরা মুক্ত হওয়ায় সেই ধারণাই সঠিক হলো।

৪৫ হাজার ৬৫৩ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ওজনের বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহর মোট দৈর্ঘ্য (এলওএ) ১৮৫ দশমিক ৭৪ মিটার এবং প্রস্থ ৩০ দশমিক ৪ মিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here