0
94

যান্ত্রিক ত্রুটিতে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল

যান্ত্রিক ত্রুটিতে প্রায় দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। রবিবার (২১ আগস্ট) সকাল ১০টার পরে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কাজীপাড়া স্টেশনে একটি মেট্রোরেল আটকে পড়ে। ফলে এই স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে অন্যান্য স্টেশনেও মেট্রোরেল আসতে বিলম্ব হয়।

তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তারা মিটিংয়ে বসেছেন বলে বিস্তারিত কিছু জানাননি।

এর আগে ৯ আগস্ট শর্টসার্কিট হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকায় দুই ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। শেওড়াপাড়া থেকে আগারগাঁও অংশে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here