লাখ টাকার ওপরে স্বর্ণের দাম

0
102

খবর ৭১: দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের ভরি লাখ টাকার ওপরে উঠল। ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ৭৭৭ টাকা। দেড় মাসের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।
বৃহস্পতিবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম শুক্রবার (২১ জুলাই) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২১ জুলাই) থেকে এটি কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার ৭০১ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here