দেবোত্তর সম্পত্তিতে পৌর ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

0
158

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠিতে দেবোত্তর সম্পত্তিতে পৌর ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

সর্বস্তরের হিন্দু সমাজের ব্যানারে রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ২৪০ বছরের ঐতিহ্যবাহী ঝালকাঠি শহরের কেন্দ্রিয় কালীবাড়ি মন্দিরের জমিতে পৌর ভূমি অফিস নির্মাণের কাজ আদালতের নির্দেশে বর্তমানে বন্ধ রয়েছে। পুনারায় ওই জমিতে ভূমি অফিস নির্মাণের পায়তারা চলছে। দেবোত্তর স্টেটের জমিতে জেলা প্রশাসনের ভূমি অফিস নির্মাণের পায়তারা চলছে অভিযোগ করে তা বন্ধে মানববন্ধন থেকে প্রতিবাদের পাশাপাশি দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারী করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব পিনাকী দাস, বরিশালের মানবাধিককারকর্মী ও আইনজীবী লিলা দাস, ঝালকাঠি উদীচীর সভাপতি গোলাম সাঈদ খানসহ হিন্দু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here