যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলি : আহত শিশুসহ ৯ জন

0
113

খবর ৭১: যুক্তরাষ্ট্রের ডালাস নগরীর এক ব্যস্ত শপিং মলে এক বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শিশুসহ অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, অ্যালেন প্রিমিয়ার আউটলেটের মলে গুলিবর্ষণ শুরু হতেই পুলিশের গুলিতে সন্দেহভাজন একমাত্র হামলাকারী নিহত হয়।

নগরীর পুলিশপ্রধান ব্রায়ান হারভে এক সংবাদ সম্মেলনে বলেন, নিশ্চিতভাবেই মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে, তা জানানো যাচ্ছে না।

মেডিক্যাল সিটি হেলথকেয়ার এক লিখিত বিবৃতিতে জানায়, ৫ থেকে ৬১ বছর বয়স্ক আট ব্যক্তির চিকিৎসা তারা করছেন। তিনি তাদের অবস্থা সম্পর্কে কিছুই জানাননি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে ‘অবর্ণনীয় ট্রাজেডি’ হিসেবে অভিহিত করেন। টেক্সাসের এই এলাকায় প্রায় এক লাখ লোকের বাস।

উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে নিহত লোকের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১ সালে দেশটিতে ৪৯ হাজার লোক এভাবে নিহত হয়েছে। আর ২০২০ সালে নিহত হয়েছে ৪৫ হাজার।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here