ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0
145

রতন আচার্য্য, প্রতিনিধি ঝালকাঠিঃ ঝালকাঠিতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বেড় হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম অতিথিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন। পরে আদালত প্রাঙ্গণের নিচতলার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পারভেজ শাহরিয়ার, জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান, বিচার প্রার্থী রোকেয়া বেগম, আবদুল মালেক, বোরহান উদ্দিন ও প্যানেল আইনজীবী মাহবুবার রহমান তালুকদার। সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা আইনগত সহায়তা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম। এ বছরের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী নির্বাচিত হন আবদুল জলিল। সভায় জানানো হয় এ বছর জেলা আইনগত সহায়তা কেন্দ্রের মাধ্যমে ৫৫০টি বিরোধের মধ্যে ৩০৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। দিনদিন এ সংস্থার ওপর বিচার প্রার্থীদের আস্থা বেড়ে চলছে। ২০১৩ সাল থেকে জাতীয় আইনগত সহতা দিবস পালিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here