সুষ্ঠু নির্বাচনে সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

0
110

খবর ৭১: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করে আব্দুল মোমেন বলেন, নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।

তিনি আরও বলেন, এ দেশের জনগণ খুব শেয়ানা। তারা ভোট দিতে কখনও ভুল করে না।

মঙ্গল শোভাযাত্রার পরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আরও কর্মসূচির মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (ইফতারের সময়) সিলেট কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার ইফতারের আয়োজন, সুবিধাজনক সময়ে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারাবন্দিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here