খবর ৭১: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করা ৯৩ রাজনৈতিক দলের মধ্যে প্রাথমিক বাছাইয়ে টিকেছে ১২টি। এখন চলবে এসব দলের মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জুনের মধ্যেই উত্তীর্ণ দলগুলোর নিবন্ধন চূড়ান্ত করবে সাংবিধানিক এ সংস্থাটি
মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রাথমিক বাছাইয়ে টিকল যে ১২ দল-
এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।
ইসি সচিব বলেন, `নিবন্ধিত হতে ৯৩টি আবেদন জমা পড়েছিল। নানা পর্যায়ে বাছাইয়ে ৮১টি আবেদন বাতিল হয়েছে। ১২টি দলের মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনো দল নিবন্ধন যোগ্য হলে নিবন্ধন পেতে পারে নতুন দল।’