ইউরোপের যুক্তরাষ্ট্রমুখিতা কমাতে হবে : ম্যাক্রোঁ

0
113

খবর৭১: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গত শুক্রবার বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লিয়েন।

বৈঠকে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার অবস্থান এবং তাইওয়ান বিষয়ে চীনের অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

রোববার সে বিষয়েই ফ্রান্সের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ম্যাক্রোঁ। সেখানে তিনি বলেছেন, ‘তাইওয়ান নিয়ে দুইটি চরম বিন্দুতে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এবং চীন। একদিকে তাইওয়ানের পক্ষে কড়া অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চরম প্রতিক্রিয়া দেখাচ্ছে চীন। ইউরোপের বাইরে একটি তৃতীয় অবস্থান নেওয়া উচিত।’

বস্তুত, সেটিকে তৃতীয় মেরু হিসেবে চিহ্নিত করেছেন ম্যাক্রোঁ।

এ বিষয়ে ম্যাক্রোঁর বক্তব্য হচ্ছে, ‘চীনের অভিযোগ, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত নাক গলাচ্ছে। আবার চীন যেভাবে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে, তা-ও গ্রহণযোগ্য নয়। ফলে ইউরোপকে একটি তৃতীয় বিকল্প খুঁজতে হবে। একটি মধ্যবর্তী অবস্থান নিতে হবে ইউরোপকে। যুক্তরাষ্ট্রের রাস্তায় হাঁটলে চলবে না।’

বিশ্ব রাজনীতির প্রসঙ্গ তুলে ম্যাক্রোঁ বলেন, ‘এক সময় ইউরোপ তার নিজের নীতি, নিজের কৌশল তৈরি করত। গত বেশকিছু বছরে ইউরোপ যুক্তরাষ্ট্রের কৌশল অনুসরণ করছে। এটা বদলানো দরকার। ইউরোপকে নিজের কৌশল, নিজের অবস্থান তৈরি করতে হবে এবং সেটা ইউরোপীয় ইউনিয়নকে জোট বেঁধে করতে হবে। একা কোনো দেশের পক্ষে তা করা সম্ভব নয়।’

কৌশলগত অবস্থানের প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন ম্যাক্রোঁ। তিনি তার বক্তব্যে বলেছেন, ‘সার্বিকভাবে ইউরোপীয় দেশগুলোর সামরিক বাজেট বাড়ানো দরকার। যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন, সেই পরিমাণ অস্ত্রের জোগান নেই। এর ফলে ইউরোপকে অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং এশিয়ার দেশগুলোর মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবং চীন দ্রুত তাদের অস্ত্রের সম্ভার বাড়িয়ে চলেছে। এখানেও ইউরোপের দেশগুলো পিছিয়ে পড়ছে। এখানেও ইউরোপকে বিকল্প অবস্থান নিতে হবে।’

তাহলে কি তাইওয়ান নিয়ে নাক গলাবে না ইউরোপীয় ইউনিয়ন? এ বিষয়ে ম্যাক্রোঁর বক্তব্য হলো, ‘তাইওয়ানে শান্তি যাতে বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখবে ইউরোপ। কিন্তু তার বেশি কথা বলবে না। ইউরোপীয় ইউনিয়ন যেমন একটি ইউনিট তেমন চীনও এক চীন নীতির ওপর দাঁড়িয়ে একটি ইউনিট তৈরি করতে চাইছে। তাইওয়ান তার অংশ। ফলে সেখানে ইউরোপের নাক গলানোর কোনো জায়গা নেই।’

তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্র অত্যন্ত সরব। যেভাবে চীন তাইওয়ানকে গ্রাস করার চেষ্টা করছে, তার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের সঙ্গে বৈঠকও করে এসেছেন। তারপরেই তাইওয়ানের সমুদ্র সৈকতের খুব কাছে সামরিক মহড়া শুরু করেছে চীন। এই পরিস্থিতিতে ম্যাক্রোঁর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here