সম্রাটের অবৈধ সম্পদের মামলায় চার্জ শুনানি পেছালো

0
155

খবর ৭১: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয় বহির্ভূত আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১৫ মে চার্জ শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (৯ এপ্রিল) মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তবে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। ঢাকার বিশেষ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির নতুন এ তারিখ ধার্য করেন।

জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here