দলে দুই ইনজুরি, যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

0
196

খবর৭১: টানা সাত বছর নিজেদের মাটিতে প্রথম ওয়ানডে হারেনি টাইগাররা। এবার সেই ইংল্যান্ডের কাছেই ভাঙে রেকর্ড ভাঙল বাংলাদেশ দল। ওই রেকর্ড ভাঙলেও আরেকটি রেকর্ড টিকিয়ে রাখার সুযোগ আছে স্বাগতিক বাংলাদেশের সামনে। তা হলো ঘরের মাঠে টানা সাত সিরিজে জিতেছে বাংলাদেশ।

আজ মিরপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে তামিম বাহিনী। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১২টায়। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার লড়াই চন্ডিকা হাথুরুসিংহের দলের। বিশেষ করে মিডল অর্ডারে।

ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নড়বড়ে ব্যাটিং করেছে বাংলাদেশের মিডল অর্ডার। তিন সিনিয়র সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ প্রত্যাশা মেটাতে পারেননি। ইয়াসির রাব্বি ব্যর্থতার দায় নিয়ে বাদ পড়েছেন।

তরুণ ব্যাটার আফিফ হোসেনও ধুঁকছেন। ওই সংকট কাটিয়ে ওঠার ম্যাচে দলে আছে ইনজুরির শঙ্কা।

বৃহস্পতিবার ছিল ঐচ্ছিক অনুশীলনের দিন। তবে মুশফিকের কাছে ঐচ্ছিক বলে যেন কিছু নেই। অনুশীলন করতে এসে আঙুলের ইনজুরিতে পড়েছেন তিনি। তার খেলা নিয়ে এখন পর্যন্ত শঙ্কার কথা শোনা যায়নি। তবে উইকেটের পেছনে নাও দেখা যেতে পারে মুশফিককে।

এদিকে হালকা চোট আছে তারকা পেসার তাসকিন আহমেদের। প্রথম ওয়ানডে ম্যাচে আগুন ঝরানো বোলিং করা তাসকিন সামান্য হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তবে তারও খেলা নিয়ে শঙ্কার কথা জানা যায়নি। ওই হিসেবে একাদশে পরিবর্তনের আভাস নেয়।

তবে পরিকল্পনার জায়গা থেকে মোস্তাফিজুর রহমানকে বেঞ্চে রাখা হবে কিনা সেটাই প্রশ্ন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here