বিপিএলে আমাদের উপস্থিতি অনেক শক্ত’

0
114

খবর৭১: বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের।

টুর্নামেন্টের এবারের আসরে ফাইনালে প্রথম খেলা মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি মালিক নাফিসা কামাল বলেন, এবারের বিপিএলের জন্য আমি গত অক্টোবর মাসে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে সাইন করেছি, এটা অন্য দলগুলো হয়তো ভাবতেও পারবে না। আমরা অনেক লম্বা চিন্তা করি এবং আমাদের নেটওয়ার্ক এখন অনেক শক্ত।

টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে রেকর্ড চারবার শিরোপা জয়ের পর বিপিএলে নিজেদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক আরও বলেন, দেখুন আমি একা নই। কোচ ও অধিনায়ক দুজনই আমাদের সঙ্গে ২০১৫ সাল থেকে আছেন। সুনিল নারাইনও ২০১৫ সাল থেকেই আছেন।

বাংলাদেশ সরকারের বর্তমান অর্থমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের মেয়ে আরও বলেন, শুধু দেশি-বিদেশি খেলোয়াড় নয়; কোচিং স্টাফ, টিম স্টাফ সবাই অনেক দিন থেকে একসঙ্গে আছেন। এটা ব্যতিক্রম। টিম ব্র্যান্ডিং, বিপিএলে আমাদের উপস্থিতি অনেক শক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here