কিয়েভের আকাশে দেখা মিলল ৬ রুশ বেলুন

0
130

খবর৭১ঃ
কিয়েভের আকাশে ছয়টি রুশ বেলুন শনাক্ত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শনাক্তের পর ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এ বেলুনগুলোকে ভূপাতিত করেছে।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনগুলোতে কোণ প্রতিফলক এবং নজরদারি চালানোর সরঞ্জাম ছিল। তবে কবে এগুলো কিয়েভের আকাশে উড়ছিল তা স্পষ্টভাবে বলা হয়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, অবশ্য বুধবার কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছিল।

কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে এক পোস্টে বলেছে, যাচাই করা তথ্য অনুসারে বেলুনগুলো আকাশে বায়ু দ্বারা চালিত হচ্ছিল।

এতে আরও বলা হয়েছে, এই বেলুনগুলো ওড়ানোর লক্ষ্য ছিল সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত ও অতিষ্ঠ করা।

এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here