দেশের মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময়: আসক

0
183

খবর ৭১: দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি বিভীষিকাময় বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শনিবার (৩১ ডিসেম্বর) লালমাটিয়া আসক কেন্দ্রে ২০২২ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক নূর খান এ মন্তব্য করেন। আসকের পরিচালক বলেন, গণতন্ত্র সংকুচিত হলে মানবাধিকার লঙ্ঘিত হয়। নির্বাচন কমিশন নিয়ে মানুষের আস্থা এখনও সঠিকভাবে আসেনি যে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। সংবাদ সম্মেলনে বলা হয়, এ বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৯ জন। শুধুমাত্র র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আরো ১৫ জন নিহত হয়েছেন বলেও জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মামলা হয়েছে ২২৪৯টি। তিনি বলেন, গুমের ঘটনা সঠিকভাবে সংবাদ মাধ্যমে আসছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here