সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

0
137

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। আজ শুক্রবার (৭ অক্টোবর) জুম্মার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর সাংগঠনিক জেলা, উপজেলা ও পৌর শাখা যৌথভাবে ওই বিশাল শোভাযাত্রাটির আয়োজন করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের স্মৃতি অম্লান চত্বর থেকে বের হওয়া মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহনকারীরা কালেমা খচিত পতাকা বহন করেন। তারা এ সময় “বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, নারায়ে রিসালত ইয়া রাসুলাল্লাহসহ বিভিন্ন শ্লোগান দেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এতে প্রায় ৩০০ মোটরসাইকেল নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন অংগ সংগঠনসহ শহরের বিভিন্ন খানকাহ ও ধর্মীয় সংগঠনের শত শত ধর্মপ্রাণ মানুষেরা অংশ নেন।
শেষে শহীদ স্মৃতি অম্লান চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিটলার চৌধুরী ভলু, খালিদ আজম, শফি রেজা, আসিফ আশরাফী, নাদিম আশরাফী, হায়দার এমাদী প্রমুখ। আহলে সুন্নাত ওয়াল জামায়াত উপজেলা শাখার সহ -সাধারণ সম্পাদক বিশিষ্ট নাতখাঁ হায়দার আলী হায়দার জানান, মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে প্রতি বছর এই মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে আসছে।
পরে সালাতো সালামের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে প্রতি বছর সৈয়দপুরে দেশের দ্বিতীয় সর্ববৃহত্তম এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ জাশনে জুলুশ বের করা হয়। আর এটিকে স্বাগত জানিয়ে প্রতিবছর মিলাদুন্নবীর আগের শুক্রবার বিশাল মোটরসাইকের শোভাযাত্রাটি বের হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here