পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ পুতিনের

0
113

খবর৭১ঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার একটি ডিক্রি জারি করেছেন।

এই ডিক্রির মাধ্যমে রুশ কর্মকর্তাদের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

তাছাড়া পারমাণবিক কেন্দ্রটিকে রাশিয়ার ফেডারেল সম্পত্তি বানানোর নির্দেশ দিয়েছেন পুতিন।

জাপোরিঝিয়ায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এটি রুশ সেনাদের দখলে আছে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি হামলা করা রাশিয়া। এর কয়েকদিন পরই জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটি দখল করে ফেলে রাশিয়া।

গত দুই মাসে কেন্দ্রটিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একে-অপরকে দায়ী করেছে রাশিয়া-ইউক্রেন।

কয়েকদিন অব্যাহতভাবে হামলা চলার পর কেন্দ্রটি পরিদর্শনে আসে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থা। বর্তমানে সেখানে তাদের প্রতিনিধি আছে।

আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বুধবার জানান, কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এখন ভঙ্গুর অবস্থায় আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here