ডিএনসিসি কার্যালয়ে ৫০ শতাংশ বাতি জ্বালানোর নির্দেশ

0
277

খবর ৭১: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে অর্ধেক সংখ্যক বাতি জ্বালানোর নির্দেশনা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে- অর্থ বিভাগের এমন নির্দেশনার পর তিনি এ সিদ্ধান্ত নেন। শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে এ বিষয়ে করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেছেন। আদেশে মেয়র উল্লেখ করেছেন, এসি টেম্পারেচার ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে দেয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি, বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক গণমাধ্যমকে বলেন, অফিস আদেশের চিঠিটি ইতোমধ্যে কাউন্সিলর অফিস, ডিএনসিসির সব বিভাগীয় প্রধানদের ও আঞ্চলিক কার্যালয়সহ ডিএনসিসির সব বিভাগে পাঠানো হয়েছে। মেয়র ডিএনসিসির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here