রুশ সেনাদের ঠেকাতে যে পদক্ষেপ নিল ইউক্রেনীয় সেনারা

0
169

খবর৭১ঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রুশ সেনাদের ঠেকাতে সেখানকার একটি গুরুত্বপূর্ণ ব্রিজ উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা।

সেভেরোদোনেৎস্ক থেকে রুবিঝন এলাকায় সংযোগ স্থাপনকারী ওই ব্রিজটি উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের ন্যাশনাল গার্ড। বিবিসি অবশ্য স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

লুহানস্কের আঞ্চলিক কেন্দ্র এবং লিসিচানস্কের দিকে আরও অগ্রসর হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। ওই এলাকায় রুশ সেনাদের অগ্রগতি কমিয়ে আনাই ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের লক্ষ্য।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাধারণ কর্মীরা জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বশেষ হামলা ব্যর্থ হয়েছে এবং সেখানে রাশিয়া সেনা হারিয়েছে। এর পর সেখান থেকে রুশ সেনারা পিছু হটে বলেও দাবি করেছে তারা।

এছাড়া লুহানস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সেভেরোদোনেৎস্কে ১২ জন এবং গিরস্কে বসতিতে একজন প্রাণ হারিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here