মধ্য জুনের আগে পাল্টা-আক্রমণ করবে না ইউক্রেন’

0
167

খবর৭১ঃ মধ্য জুনের আগে চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কোনো পাল্টা আক্রমণ করার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ।

সংবাদ সংস্থা রয়টার্স জেলেনস্কির এ উপদেষ্টার বরাত দিয়ে জানিয়েছে, মধ্য জুনে মিত্রদের কাছ থেকে আরও অস্ত্র পাওয়ার আশা করছে ইউক্রেন।

আর এ অস্ত্র পাওয়ার আগে রুশদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে না দেশটি।

এদিকে অলেক্সি আরেস্তোভিচ আরও জানিয়েছেন, রাশিয়া ৯ মে এর আগে যে বড় সাফল্য পাওয়ার আশা করছে তারা সেরকম কোনো সাফল্য পাবে না।

৯ মে বিজয় দিবস পালন করে থাকে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদিন নাৎসি বাহিনীকে পরাজিত করে যুদ্ধে জয় লাভ করেছিল তারা।

বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, রাশিয়া এবার তাদের বিজয় দিবস পালন করতে চাচ্ছে ইউক্রেনে বড় ধরনের কোনো সাফল্য নিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here