পাকিস্তানকে ২৩৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

0
404

খবর ৭১:  ২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফারজানা। ১১৫ বলে ৫টি চার মেরে ৭১ রান করেন তিনি। অন্যদের মধ্যে শারমিন আক্তার ৪৪ এবং নিগার সুলতানা ৪৬ রান নেন।

অপরদিকে, পাকিস্তানের নাসরা সান্ধু বাংলাদেশের তিনটি উইকেট নেন। পাশাপাশি, নিদা দার, ওমাইমা সোহেইল ও ফাতিমা সানা একটি করে উইকেট তুলে নেন।

এর আগে সোমবার (১৪ মার্চ) হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৩৪/৭ (৫০ ওভার)

এর আগে, তিন ম্যাচ খেলে একটিও জিততে পারেনি পাকিস্তান, হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে। পক্ষান্তরে, বাংলাদেশ এক ম্যাচ কম খেলেছে। তারা হেরেছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের কাছে।

আজকে যে দল জিতবে তাদের গ্রুপ পর্বে শীর্ষ চারে থেকে সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বেঁচে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here