নিষেধাজ্ঞায় রাশিয়ার বিশ্বরেকর্ড!

0
263

খবর৭১ঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের নির্দেশ দেওয়ার পর মস্কো ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। এ নিয়ে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২টিতে।

সেই হিসাবে নিষেধাজ্ঞার খাড়ায় শীর্ষ দেশ এখন রাশিয়া। মস্কোর বিরুদ্ধে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা দিয়েছে সুইজারল্যান্ড (৫৬৮টি), ইউরোপীয় ইউনিয়ন ৫১৮টি, ফ্রান্স ৫১২টি কানাডা ৪৫৪টি, অস্ট্রেলিয়া ৪১৩টি নিষেধাজ্ঞা দিয়েছে।

যুক্তরাষ্ট্র মস্কোর ওপর ২৪৩টি ও যুক্তরাজ্য ৩৫টি নিষেধাজ্ঞারোপ করেছে। এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে ২ হাজার ৪২৭টি বিভিন্ন ব্যক্তির ওপর, ৩৪৩টি প্রতিষ্ঠানের ওপর, ৬টি জাহাজের ও দুটি বিমানের ওপর দেওয়া হয়েছে। এনডিটিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here