মন্দির থেকে রাধা গোবিন্দ মূর্তি চুরি

0
298

উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক: মাইজদীতে শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র দেবের মন্দির থেকে রাধা-গোবিন্দ মূর্তি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাতে ওই মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী জানান, রোববার সারাদিন পুজার সময় রাধা-গোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলো শয়ন করে রাখা হয়। কিন্তু সোমবার ভোর পাঁচটায় মন্দিরে ঢুকে দেখা যায় মূর্তিটি নেই। মন্দিরের সাধারণ সম্পাদক, গৌতম ভট্ট বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে ভোররাত তিনটা ৩৬ মিনিটে মুখে কাপড় বেঁধে একজন মন্দিরে ঢুকে রাধা-গোবিন্দের বিগ্রহটি চুরি করেন।
গত ৭০ বছরেও মন্দিরে কোনো চুরির ঘটনা ঘটেনি জানিয়েছে গৌতম সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী শনাক্ত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।
নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন জানান, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনও এ ধরনের ঘটনা ঘটেনি।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here