সুন্দরগঞ্জে রাস্তা এইচবিবি করণে লটারী

0
267

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ও সোনারায় ইউনিয়নের ২টি রাস্তা এইচবিবি করণে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উম্মুক্ত লটারী পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আল- মারুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীগণ, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক শফিকুল ইসলাম, লিয়ন সরকার প্রমূখ। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার তত্বাবধানে রাস্তা ২টি এইচবিবি করণের লক্ষ্যে ইতঃপূর্বে দরপত্র আহ্বান করা হয়। এর ১টিতে ৭৯ অপরটিতে ৭১সহ মোট ১’শ ৫০ ঠিকাদারী প্রতিষ্ঠান এতে অংশ প্রহণ করলে এ উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here