আঁধারে তলিয়ে যেতে পারে গোটা দিল্লি!

0
204

খবর৭১ঃ ভারতের রাজধানী নয়া দিল্লিতে দেখা দিয়েছে ভয়াবহ কয়লা সংকট। দুই দিনের মধ্যে তাপবিদ্যুৎকেন্দ্রগুলো কয়লা না পেলে অন্ধকারে পুরো ডুবে যাবে দিল্লি। শনিবার এমনই সতর্কবার্তা দিলেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। খবর আনন্দবাজারের।

মন্ত্রী বলেন, ‘ন্যূনতম এক মাসের কয়লা মজুদ থাকা উচিত তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে। কিন্তু দিল্লির তাপবিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লার মজুদ একেবারে তলানিতে পৌঁছেছে। এক দিনের মতো কয়লা মজুদ রয়েছে। এর মধ্যে যদি কয়লা সরবরাহ না করা হয়, তা হলে ব্ল্যাকআউট পরিস্থিতি তৈরি হবে রাজধানীতে।’

রাজধানী যাতে অন্ধকারে ডুবে না যায়, তাই দ্রুত কয়লা সরবরাহের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। করোনার সময় অক্সিজেনের মতোই কয়লার সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জৈন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়েছে। সংকট তৈরি করে সেই সমস্যা সমাধান করে প্রচার পাওয়ার একটা চেষ্টা চলছে।’

জৈন জানিয়েছেন, শহরের বাইরে বাওয়ানায় গ্যাস পরিচালিত ১৩০০ মেগাওয়াটের তিনটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ সরবরাহ হয়। বিদ্যুৎ উৎপাদন করে না এই সংস্থাগুলো। ফলে বিদ্যুতের জন্য কেন্দ্রীয় সরকার পরিচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর নির্ভর করতে হয়। তার অভিযোগ, যদি কেন্দ্র এই বিষয়ে পদক্ষেপ না করে তা হলে আর দুই দিনের মধ্যেই অন্ধকার হয়ে যাবে গোটা দিল্লি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here