ঢাবির হল খোলার বিষয়ে যে সিদ্ধান্ত হলো

0
249

খবর৭১ঃ টিকা কার্যক্রম দেখে আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা শেষে প্রভোস্ট কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির যুগান্তরকে বলেন, হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি, সংক্রমণের হার হ্রাস এবং শিক্ষার্থীদের যে ভ্যকসিনেশন কার্যক্রম; এই তিনটা কাজ হলে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবাসিক হল খুলে দেওয়া হবে। আর তখন মাস্টার্স আর অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আনা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কত শতাংশ ভ্যাকসিনেশনের আওতায় এসেছে সেটা নিয়ে পর্যালোচনা হয়েছে । এতে দেখা গেছে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের হার নিম্নগামী। সে কারণে বিশ্বিবিদ্যালয় একটু চিন্তার মধ্যে আছে। ফলে আগামী ১৫ই সেপ্টম্বেরের মধ্যে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here