নড়াইলে একদিনে ৩৮ করোনা রোগী শনাক্ত: মৃত্যু বেড়ে ৩২

0
274

উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি: নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০৬ জনে। এর মধ্যে সদরে ১২৬২ জন, লোহাগড়ায় ৮১৩ জন ও কালিয়ায় ২৩১ জন। সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে শনাক্ত ও মৃত্যুর তথ্য জানানো হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ১৮৬৪ জন। এদিকে, জেলায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০ জুন রাত ১২টা থেকে থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। গতকাল রবিবার নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০ জুন রাত ১২টা থেকে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here