সৈয়দপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

0
285

সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন হয়েছে। আজ রবিবার থেকে সারাদেশে মতো নীলফামারীর সৈয়দপুরেও ওই সপ্তাহ (১৬ মে হতে ২০ মে) শুরু হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা কমিউনিটি ক্লিনিকে ওই সপ্তাহের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো.নাসিম আহমেদ। এসময় তিনি এক শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে সপ্তাহের কার্যক্রম শুরু করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আরমান হোসেন রনি, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকী, স্বাস্থ্য পরিদর্শক মো. মনসুর আলী সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. বরকত উল্লাহ্ ও বাগডোকরা কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. জাকির হোসেন, সিএইচসিপি রুমানা আজাদ, পরিবার কল্যান সহকারী রেজিনা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সূূত্র জানায়, এবারে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সৈয়দপুর উপজেলার প্রায় ৩৪ হাজার শিশুকে ( ৫ বছর থেকে ১৬ বছর) একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে উপজেলার ১৪টি কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চলবে। তবে উপজেলার পাঁচটি ইউনিয়নের যে সব ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক নেই সেখানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here