মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো দোকান

0
225

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি হার্ডওয়্যারের দোকান। শুক্রবার (৯ এপ্রিল) ভোররাতে পৌরসভার তাজ মার্কেটের নিচতলার বরকত স্যানেটারির ইউনিট-১ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক সেকান্দার বাদশা। তিনি জানান, শুক্রবার ভোররাত প্রায় ৩টার দিকে দোকানের পিছনের অংশ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারি। তিনি জানান, আমাদের দু’টি ইউনিট অগ্নিকান্ডস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় প্রায় ৫লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here