রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন

0
207
গ্যাস

খবর ৭১: রাজধানীর বেশ কিছু এলাকায় মঙ্গলবার সকাল থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। আমিন বাজার এলাকায় সড়কে কাজের সময় মাটির গভীরে একটি পাইপ ফেটে যাওয়ায় এ সমস্যা দেখা দেয়। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন ঠিক করার কাজ চলছে। পুরোপুরি লাইন ঠিক হতে ১২ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। সকাল থেকে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ খুব কম। জানা যায়, আমিন বাজারে মাটির অনেক গভীরে ১৬ ইঞ্চির একটি পাইপ ফেটে যায়। সড়কে কাজের সময় সোমবার দিবাগত রাত তিনটার দিকে এই লিকেজ হয়। এ কারণে মিরপুরের কিছু এলাকা, লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here