বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে সৈয়দপুর সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

0
588

মিজানুর রহমান মিলন সৈয়দপুর থেকে : আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সৈয়দপুর সেনানিবাসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় সৈয়দপুর সেনানিবাসের বিজয় গৌবর চত্বর থেকে আনন্দ র‌্যালী বের করা হয়। এর আগে বেলুন উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সানোয়ার উদ্দীন এনডিসি, পিএসসি।
র‌্যালিটি সেনানিবাসের প্রধান ফটক দিয়ে বের পার্বতীপুর সড়ক প্রদক্ষিণ করে সেনানিবাসের শহীদ নুরুল আবসার প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালিতে সৈয়দপুর সেনানিবাসের সকল পদস্থ কর্মকর্তা ও সৈনিকরা অংশ নেন। পরে সেখানে আয়োজিত দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সানোয়ার উদ্দীন এনডিসি, পিএসসি। এ সময় সৈয়দপুর সেনানিবাসের ২২২, পদাতিক ব্রিগেড ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবদীন এএফডব্লিউসি,পিএসসিসহ সকল পদস্থ কর্মকর্তা ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here