চোরাই মাইক্রোবাস-প্রাইভেটকারসহ ছাত্রলীগ নেতা আটক

0
272

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃরাতভর অভিযানে চোরাই মাইক্রোবাস-প্রাইভেটকার ও ছাত্রলীগ নেতাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাত ১ টা থেকে পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহর ও জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল। অভিযানের খবর পেয়ে কৌশলে গা-ঢাকা দেয় গাড়ি চোর সিন্ডিকেটের প্রধান তারেকুল ইসলাম অলি ওরফে ‘চশমা তারেক’। সে হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার রহমান আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একাধিক সূত্র।অনুসন্ধানে জানা যায়, ‘চশমা তারেক’ আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় চোরাকারবারি হিসেবে তালিকাভূক্ত। হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় তার রয়েছে একটি চমশার দোকান। যে কারণে সে শহরে ‘চশমা তারেক’ নামে পরিচিত। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিতে চশমা ব্যবসার আড়ালে সে গড়ে তুলেছে চোরাকারবারির বিশাল সিন্ডিকেট। দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার একাধিক প্রশিক্ষিত গাড়ি চোর চক্র। এসব চক্রের মাধ্যমে গাড়ি চুরি ও বেচা-কেনা করে থাকে সে। এছাড়াও দীর্ঘদিন ধরে সীমান্তের চোরাই পথে চা-পাতা, গাড়ির টায়ার ও মোবাইল ফোনসহ বিভিন্ন দ্রব্য অবৈধ ভাবে আমদানি-রপ্তানি করে আসছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। সম্প্রতি একটি গাড়ি চুরির মামলায় তার বিরুদ্ধে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে হবিগঞ্জে অবস্থান করে ‘চশমা তারেকে’র গতিবিধি পর্যবেক্ষণ করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল।হবিগঞ্জ পুলিশ সূত্র জানায়, উল্লেখিত সময়ে হবিগঞ্জ শহরের শ্যামলীস্থ চশমা তারেকের বাসায় অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন ডিবি পুলিশ। এসময় বিশেষ কৌশলে ‘চশমা তারেক’ পালিয়ে গেলেও তার বাসা থেকে একটি চোরাই প্রাইভেটকার ও মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্বল পাঠানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মাধবপুর ও হবিগঞ্জ শহরের বিভিন্ন গ্যারেজ থেকে আরো একাধিক চোরাই মাইক্রোবাস আটক করা হয়। যদিও অভিযানের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে, অভিযানের পর গা-ঢাকা দিয়েছে চশমা তারেক। কোন কোন সূত্রের ধারণা গতকাল মঙ্গলবারই সে ভারতে পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here