নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

0
355

খবর৭১ঃ মালি সীমান্তের কাছে নাইজারে বন্দুক হামলায় অন্তত ৫৮ জন নিহত ও একজন হয়েছেন।

সোমবার তিলাবেরি অঞ্চলে একটি হাট থেকে বাড়িফেরা লোকজনকে বহন করা চারটি গাড়িতে এলোপাতাড়ি গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে এই হতাহতের ঘটনা ঘটেছে।

দেশটির সরকারের বরাতে বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এখন পর্যন্ত নাইজারে দুটি জিহাদি গোষ্ঠী রয়েছে। একটি মালি ও বুরকিনা ফাসোর সীমান্তে, আরেকটি নাইজেরিয়া সীমান্তে।

এক বিবৃতিতে নাইজার সরকার বলছে, বানিবাঙ্গু হাট থেকে চিনেদোগার ও দারি-দায়ি গ্রামে ফেরা লোকজনকে বহনকারী চারটি গাড়ি আটকে এলোপাতাড়ি গুলি করে একটি সশস্ত্র গোষ্ঠী।

এতে ৫৮ জন নিহত ও একজন আহত হয়েছেন। এ ছাড়া দুটি গাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আর দুটি জব্দ করে নিয়ে গেছে।

এ মর্মান্তিক ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here