ভারতীয় নাবিকসহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া হুশিয়ারি আঙ্কারার

0
334
ভারতীয় নাবিকসহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া হুশিয়ারি আঙ্কারার

খবর৭১ঃ
তুরস্কের মালবাহী একটি জাহাজ আটক করেছে লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি(এলএনএ)।

পূর্ব লিবিয়ায় ৯ জন তুরস্কের ও সাতজন ভারতীয় নাবিকসহ জাহাজটিকে আটক করা হয় বলে ডয়চে ভেলের খবরে বলা হয়েছে।

এলএনএ এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তুরস্কের দিকে যাওয়ার সময় মাবরৌকা নামের জাহাজটি আটক করা হয়। তাতে নয় জন তুরস্কের ও সাতজন ভারতীয় নাবিক ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পশ্চিম লিবিয়ার গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডকে (জিএনএ) অস্ত্র দিয়ে সাহায্য করছে আঙ্কারা। ত্রিপোলিভিত্তিক ওই সরকারকে পূর্ণ সমর্থন জানায় তুরস্ক ও কাতার।

অন্যদিকে, আমিরাত, মিসর ও সৌদি আরবের সমর্থন বিদ্রোহী হাফতার বাহিনীর দিকে।

এদিকে অবিলম্বে জাহাজটি ছেড়ে দেয়ার দাবি জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটি বলছে, হাফতারের বাহিনী আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যদি এভাবে তারা তুরস্কের ওপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর লিবিয়ায় রাজনৈতিক স্থিতাবস্থা ফেরানোর চেষ্টা ও নির্বাচন হওয়ার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ।

তবুও হাফতার ও তার মিলিশিয়া বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। তুরস্কের স্বার্থের ওপর আঘাত করলে এবার কঠোর জবাব দেয়া হবে।

এ নিয়ে চলতি বছরে তুরস্কের দ্বিতীয় জাহাজ আটক করল হাফতারের বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here