শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচন: নৌকার বিদ্রোহী হচ্ছেন ছালেক-আতাউর -ফজল

0
439
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচন: নৌকার বিদ্রোহী হচ্ছেন ছালেক-আতাউর -ফজল

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে অওয়ামী লীগের মোনানয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান পৌর মেয়র মো. ছালেক মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আতাউর রহমান মাসুক।মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মো. ছালেক মিয়া ও মো. আতাউর রহমান মাসুক।জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে ৫ জনের একটি তালিকা মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হয়। তারা হলেন, পৌর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র মো. ছালেক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আতাউর রহমান মাসুক, পৌর আওয়ামী লীগ নেতা মো. আবুল কাশেম শিবলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. মাসুদুজ্জামান মাসুক এবং শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি মো. ফজল উদ্দিন তালুকদার।গত শনিবার শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. মাসুদুজ্জামান মাসুক মনোনয়ন দেয়া হয়।

কিন্তু তাকে দলীয় মনোনয়ন দিলেও বিদ্রোহী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান পৌর মেয়র মো. ছালেক মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আতাউর রহমান মাসুক ফজল উদ্দিন।এব্যাপারে বর্তমান মেয়র মো. ছালেক মিয়া বলেন, ‘বিগত ৫ বছরে আমি এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। যে কারণে জনগণ আবারও আমাকে মেয়র হিসেবে দেখতে চায়। বর্তমানে আমি মনোনয়নপত্র দাখিলের জন্য উপজেলায় রয়েছি।এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আতাউর রহমান মাসুক বলেন, ‘আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেও দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু শায়েস্তাগঞ্জ পৌরসভার জনগণ চায় আমি নির্বাচন করি। তাই আমার এ সিদ্ধান্ত।’ তিনি বলেন, ‘আমি দলের একজন নিবেদিত কর্মী। দলের জন্য আমি অনেক কিছু করেছি। তাই আশা করি নির্বাচন করলেও দলের নেতাকর্মীরা আমার প্রতি অসন্তুষ্ট হবেন না।তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন আজ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই হবে ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর।৯টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণির এ পৌরসভার আয়তন ১০ দশমিক ৪০ বর্গকিলোমিটার। মোট ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার ৯৬১। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৮৩৫ জন এবং নারী ৯ হাজার ১২৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here