খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিন্নির আপিল

0
373
উচ্চ আদালতে যাবেন মিন্নির বাবা

খবর৭১ঃ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আয়শা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।

মঙ্গলবার বিকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল জমা দেন মিন্নি পক্ষের আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম।

মিন্নির প্রধান আইনজীবী জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব আমরা এ মামলার শুনানির চেষ্টা করব। আমরা আশাবাদী মিন্নি খালাস পাবে।

৩০ সেপ্টেম্বর এ মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও চার জনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২) ও মো. হাসান (১৯)।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনের সড়কে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে নয়ন বন্ডের কিশোর গ্যাং গ্রুপ। এতে মারা যান রিফাত। এ ঘটনার রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here