২৪ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

0
430
২৪ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

খবর৭১ঃ অবশেষে করোনা সঙ্কট কাটিয়ে মাঠে ফেরার দিনক্ষণ ঠিক হলো টাইগারদের। আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টেস্ট দল। জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলার কথা সূচি থাকলেও করোনার কারণে তা পিছিয়ে অক্টোবরে সফরের নতুন সূচি পেয়েছে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরের ২৩ তারিখে লঙ্কা দ্বীপের উদ্দেশে রওয়ানা করবে মুমিনুল হকরা।

শ্রীলঙ্কা পৌঁছে থাকতে হবে কোয়ারেন্টিনে। তার আগে করোনা পরীক্ষা দিতে হবে দলে থাকা খেলোয়াড় ও স্টাফদের। এরপর প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

তিনি বলেন ‘আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম ছিল করোনা টেস্টের ব্যাপারে, আমরা ক্যাম্পটা কীভাবে শুরু করবো। সেটা একটা আমরা ভালো প্ল্যান করেছি। এটা আমরা পরে জানিয়ে দিব। এরপর ইস্যু ছিল আমরা কতদিন দেশে অনুশীলন করবো কতদিন সেখানে করবো। এটাও আমরা মোটামুটি একটা প্ল্যান করেছি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে হয়তো ১০-১২ দিন অনুশীলন করে শ্রীলঙ্কায় চলে যাবো এইচপি টিমকে নিয়ে। সেখানে আমরা ২০-২৫ দিন একসাথে অনুশীলন করবো। তারপর তো অক্টোবরের ২৪ তারিখ আমাদের খেলা আছে।’

প্রায় পাঁচ মাসের করোনা বিরতি শেষে একক অনুশীলনের অনুমতি পায় মুশফিক-মাহমুদউল্লাহরা। অনুশীলন শুরু হলেও শঙ্কা ছিল চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে কী হবে না এনিয়ে। কেন না টাইগারদের পাঁচটি সিরিজের সঙ্গে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায়। শ্রীলঙ্কা যাওয়ার আগে, পরে অন্তত তিনবার করোনা টেস্ট করানো হবে বলেও জানান আকরাম খান। বলেন, এখনো সময় আছে, আর যেহেতু কলম্বোতে সুযোগ সুবিধা ভালো, হাসপাতাল থেকে সবকিছু উন্নত মানের আছে। এসব আসলে আলাপ আলোচনার মধ্যে আছে। আমরা দুই তিনবার টেস্ট করাবো। এটা নিয়ে আমাদের আরও প্ল্যান আছে। ওখানে যাওয়ার আগে ৭২ ঘণ্টার মধ্যে আসা একটা সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সেখানে গেলে তারাও টেস্ট নিবে। কতদিন থাকতে হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here