পরীক্ষা দিতে যাওয়ার সময় বাস উল্টে ২১ শিক্ষার্থী নিহত

0
503
পরীক্ষা দিতে যাওয়ার সময় বাস উল্টে ২১ শিক্ষার্থী নিহত

খবর৭১ঃ চীনের গুইঝো প্রদেশে শিক্ষার্থী বহনকারী একটি বাস হ্রদে উল্টে অন্তত ২১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে এক মাস পিছিয়ে কলেজে ভর্তি পরীক্ষা শুরুর প্রথম দিন এই প্রাণহানি ঘটে।

খবরে বলা হয়, কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গুইঝো প্রদেশের হংশ্যান হ্রদে উল্টে গেছে। বাসটি রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে হ্রদে উল্টে যায়। এতে ওই শিক্ষার্থীরা হতাহত হন বলে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে গুইঝো প্রদেশের আনশুন শহরের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, শিক্ষার্থী ছাড়াও বাসটি অন্যান্য যাত্রী ছিলেন।

দুর্ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়। পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে যায়। এ সময় দুর্ঘটনা কবলিত বাসের অন্তত ১৫ আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here