পটুয়াখালীর কুয়াকাটায় নতুন আতঙ্ক পৌর মেয়র ও তার ভাই

0
1027
পটুয়াখালীর কুয়াকাটায় নতুন আতঙ্ক পৌর মেয়র ও তার ভাই

খবর৭১ঃ

পটুয়াখালী প্রতিনিধিঃ কুয়াকাটা পৌরসভা ও ৭নং লতাচাপলী ইউনিয়নে মোশাররফ মোল্লার একচ্ছত্র আধিপত্য বিস্তারে ব্যাবসায়ী থেক শুরু করে সাধারণ মানুষ যেনো আজ দিশেহারা,এমনকি রেহাই পাচ্ছেন না গণমাধ্যম কর্মীরাও। কুয়াকাটা ও লতাচাপলীতে যে-কেউ ব্যাবসা বানিজ্য করতেগেলেই নিতে হয় মোল্লা গ্রুপের চেইন অফ কমান্ড।

মোশাররফ মোল্লার অনুমতি নিতে হয়, দিতে হয় মোটা অংকের টাকা। নয়তো ব্যাবসা গুটিয়েনিতে দেয়াহয় হুমকি। এমনি এক হুমকির মুখোমুখি হয় বালু ব্যাবসায়ী সাংবাদিক কাওসার মনির। সরজমিনে গিয়ে জানাজায়। আলীপুর বাজারে কাওসার মনির জমি ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের বালু ব্যাবসা করে আসছেন। কাওসার মনির ভিটি বলু ক্রয় করার জন্য মহিপর প্রেসক্লাবের সভাপতির পরিচালিত ড্রেজিং লাইনের সাথে কন্টাক্ট করে বালু ক্রয় করেন।

এতে ক্ষিপ্ত হন কুয়াকাটা পৌর মেয়রের ভাই মোশাররফ মোল্লা। একচেটিয়া ব্যাবসায়ীক আদিপত্য বিস্তার করতে সাংবাদিক কাওসার মনির কে দেয়া শুরু হয় ব্যাবসা বন্ধ, সামাজিক ভাবে সম্মানহানির ও প্রাননাশ সহ নানা রকমের সিরিজ হুমকি সিরিজ হুমকি (শুনুন তার মুঠোফোনে হুমকির অডিও রেকর্ড)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here