সংসদের ৪৩ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

0
365
সংসদের ৪৩ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

খবর৭১ঃ নমুনা পরীক্ষায় সংসদ সচিবালয়ে কর্মরত ৪৩ জন কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের ৩০০ কর্মকর্তা-কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয় সংসদ সচিবালয়। ২ জুন থেকে সংসদের মেডিকেল সেন্টারে তারা নমুনা দেন। গতকাল সোমবার নমুনা সংগ্রহ ও টেস্ট সম্পন্ন হয়। এতে ৪৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। তবে আক্রান্তদের অধিকাংশেরই শরীরে কোনো উপসর্গ নেই বলে জানা গেছে।

সংসদের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আরিফুল হক জানান, ৪৩ জনের মধ্যে সোমবার ১১, রবিবার ১৬ ও শনিবার ৪ জনের করোনা পজিটিভ আসে। বাকিদের এর আগে শনাক্ত হয়। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ ব্যক্তিগতভাবে বাইরে নমুনা পরীক্ষা করিয়েছেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান জানান, করোনা আক্রান্তদের সবাইকে রিপোর্ট আসার সঙ্গে-সঙ্গে হোম কোয়ারেন্টাইনে পাঠানে হয়েছে। টেস্টে পজিটিভ আসার বিষয়টি সংশ্লিষ্টদের মোবাইলে বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস তালিকা ধরে আক্রান্তদের ফোনে জানিয়ে দিয়েছেন এবং সংসদ ভবনে আপাতত না আসার নির্দেশনাও অবহিত করেছেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত কর্মকর্তাদের কারও কারও গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিশনের বৈঠকেও দায়িত্ব পালনের কথা ছিল। তবে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদেরকে বৈঠকে যোগদান থেকে বিরত রাখা হয়। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ কমিশন কমিটির সদস্য, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অংশ নেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here